সাংবাদিকদের করোনা পরীক্ষায় জেলা প্রশাসন

0
32

সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

করোনা আবহে সাংবাদিকদের পাশে জেলা প্রশাসন । রাজ্য সরকারের উদ্যোগে চলমান করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্র চালু করা হল ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার স্টেশন সংলগ্ন এলাকায় ২২ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের করোনা টেস্ট করা হয়।

Corona test | newsfront.co
নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহার নেতৃত্বে ডায়মন্ড হারবার থানার আইসি,ডায়মন্ড হারবার সিএমওএইচ এই কর্ম যজ্ঞে অংশ নেন। এদিন ১১৭ নম্বর জাতীয় সড়কে নাকাচেকিং ব্যবস্থা করে পুলিশ। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাওয়া ছাড়া অন্য প্রয়োজনে যারা বেরিয়েছেন, তাদের পথ আটকায় পুলিশ।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় মেদিনীপুরে আর্সেনিক অ্যালবাম ওষুধ বিতরণ শুরু

টোটো সহ অন্যান্য গাড়ি চলাচলেও নিয়ন্ত্রণে আনা হয়। শুধু সাংবাদিকদেরই নয়, এদিন থেকে ডায়মন্ড হারবার পুরসভার প্রতিটি ওয়ার্ডে প্রত্যকটি মানুষকে পরীক্ষা করা হবে। ৪৮ ঘন্টার মধ্যে পরীক্ষার সম্পূর্ণ রিপোর্ট দেওয়া হবে । প্রত্যেকের মোবাইলে এস এম এসের মাধ্যমে পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে । প্রতিদিন ৪৫০ জন মানুষকে পরীক্ষা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here