নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
শহরের অন্যতম বৃন্দাবনী মাঠের সবুজায়ন এবং খেলার পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন। বুধবার মাঠ পরিদর্শনের পর একথা জানালেন সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানু।
মাঠ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে মাঠের চারদিকে প্রচুর গাছ লাগানো হচ্ছে। তার পাশাপাশি খেলার পরিবেশ ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষে ছাত্র-ছাত্রীদের পেন, পিজবোর্ড বিতরণ প্রধানের
বিকেল হলেই আড্ডার জায়গায় পরিণত হতো এই মাঠ। কিন্তু এখন আর তা করলে হবে না। যত্রতত্র মাঠের ভেতরেই ফেলা হচ্ছে বাদামের খোসা, চিপসের প্যাকেট কিন্তু তা এখন আর করা যাবে না।
মাঠটিকে খেলার উপযুক্তভাবে গড়ে তোলা হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে শুরু হয়েছে। পাশাপাশি মাঠটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584