শ্যামল রায়, পূর্ব বর্ধমানঃ
আগামী ৩০ শে জুন হুল দিবস পালিত হবে পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর এলাকায়। সামাজিক দূরত্ব বজায় রেখে হুল দিবসের তাৎপর্য তুলে ধরা হবে এবং নিয়ম রক্ষা অনুযায়ী তা পালন করা হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর এলাকার রায়পুর পরিদর্শন করেন জেলাশাসক বিজয় ভারতী এবং জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, স্থানীয় বিধায়ক নিশীথ মালিকসহ অনেকে।
আরও পড়ুনঃ বাম – বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আলিপুরদুয়ারে
জেলাশাসক বিজয় ভারতী জানান, “আগাম এলাকা পরিদর্শন করা হল, কারণ করোনার পরিস্থিতিতে চলছে লকডাউন। সরকারি বিধি নিয়ম মেনে এই উৎসব যাতে পালন করা যায় তার জন্য সমস্ত রকম কর্মসূচি গ্রহণ করা হবে। তার জন্যই এলাকা পরিদর্শন।”
আদিবাসীদের সবথেকে বড় উৎসব হচ্ছে এই হুল দিবস। জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, সামাজিক দূরত্ব বজায় রেখে হুল দিবস পালন করা হবে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584