নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পরিযায়ী শ্রমিকদের জেলায় প্রবেশের আগে বহরমপুর কোর্ট স্টেশনে পুলিশের জোর তৎপরতা। মঙ্গলবার বহরমপুর কোর্ট স্টেশনে জেলা পুলিশ সুপারকে শবরী রাজকুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন সঙ্গে ছিলেন রেলের আধিকারিকগণ।
স্টেশনের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে আগামীকাল বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ১১২৩ জন পরিযায়ী শ্রমিক ০৬০৯০ নং ট্রেনটি ২২ টি কামরা নিয়ে জেলাতে প্রবেশ করবে।
আরও পড়ুনঃ মালদহে ক্লাবের ডাকে খাবার দিলেন প্রাক্তন মন্ত্রী
জানা গিয়েছে ট্রেনটি সরাসরি কেরলের আলুভা ষ্টেশন থেকে বহরমপুর কোর্ট স্টেশনে এসে পৌঁছাবে। তারপর তাদের বিশেষ বাসে করে গন্তব্যস্থলে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584