মনিরুল হক, কোচবিহারঃ
একদিকে যেমন মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী, খোলা মশলাপাতি বিক্রি হচ্ছে, তেমনি বেআইনি প্লাস্টিক ও থার্মোকল মজুত হয়ে রয়েছে। এমন অভিযোগ পেয়ে শনিবার কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। ওই অভিযানে সদর মহকুমা শাসকের বিশেষ টিম ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতর ও পুরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়।
মহকুমা শাসক জানিয়েছেন, “এদিন অভিযানে নেমে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে গুটকাও। এই ধরনের অভিযানে মাঝে মধ্যেই নামা হবে, যাতে ক্রেতাদের কাছে সঠিক সামগ্রী পৌঁছায়।”
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবে রূপায়িত হওয়ায় খুশি বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের বাসিন্দারা
কোচবিহার পুরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় বলেন, “মহকুমা শাসকের নেতৃত্বে এদিন অভিযানে নামা হয়েছিল, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ছাড়াও বেশ কিছু প্লাস্টিক ও থার্মোকলও এদিন উদ্ধার হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584