নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি এক কথায় সারা রাজ্যবাসীর কাছে পর্যটন কেন্দ্র হিসেবে অজানা নয়। সারা রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য থেকে বহু পর্যটকরা এখানে প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে আসে।
রাস্তার দু’পাশে বাদাম জঙ্গল থেকে শুরু করে এবড়োখেবড়ো মাটির প্রাকৃতিক দৃশ্যে ভরপুর গনগনি অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এবার সেই গুলিকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিল লোক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ প্রতিবন্ধী স্বনির্ভর দলের মহিলাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ শিবির মাথাভাঙ্গায়
রবিবার এলাকা পরিদর্শন করতে আসেন একাধিক প্রশাসনিক আধিকারিকেরা, ঘুরে দেখেন গোটা গ্র্যান্ড ক্যানিয়ন। এদিন উপস্থিত ছিলেন এডিএম সৌরভ মন্ডল, বিধায়ক আশীষ চক্রবর্ত্তী সহ একাধিক ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকেরা। কিভাবে এই গ্র্যান্ড ক্যানিয়নকে আবার ঢেলে সাজানো যায় সেই বিষয় নিয়ে এদিন পর্যালোচনা করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584