শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ থানা এলাকা রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী বদল হয়েছে।তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছেন কিছুদিন আগে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত সত্যজিতের স্ত্রী রুপালি বিশ্বাসকে লোকসভার প্রার্থী করেছে।
প্রার্থী ঘোষণার শুরু থেকেই গোটা জেলার সাথে নবদ্বীপ থানা এলাকাতেও দেওয়াল লিখন প্রায় শেষ পর্যায়ে।তৃণমূলের প্রার্থী রুপালি বিশ্বাস এর সমর্থনে বিভিন্ন দেওয়ালে ফুটে উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে লেখা স্লোগান।
নবদ্বীপ শহর জুড়ে বিভিন্ন দেওয়ালে ফুটে উঠেছে তৃণমূলের প্রার্থী রুপালি বিশ্বাস এর সমর্থনে দেওয়াল লিখন।শুক্রবার শহর ঘুরে দেখা গেল যে শুধু শহরেই নয় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতেও তৃণমূলের দেওয়াল লিখন প্রায় শেষ পর্যায়ে।তবুও আলোচ্য বিষয় হয়ে উঠেছে এই লোকসভা কেন্দ্রে রুপালি বিশ্বাস তৃণমূলের প্রার্থী হলেও জিতবে তো?
তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত জানিয়েছেন, ‘মার্জিন বিগত বছরের থেকে এ বছর আরো কয়েকগুণ বেড়ে যাবে।’ শুধু জয় নিশ্চিত নয় মার্জিন ভিডিও কয়েকগুণ বেড়ে যাবে বলে তিনি আশাবাদী।
আরও পড়ুনঃ নদীয়ায় নতুন মুখ নিয়ে তৃণমূল, বিজেপিও নেই ব্যাকফুটে
একদিকে সরকারের উন্নয়ন অন্যদিকে রুপালি বিশ্বাস এর সমর্থনে রয়েছে একাধিক সহানুভূতিশীল ভোট তাই সব থেকে বাংলার বেশি মার্জিনে জয়ী হতে পারেন রুপালি বিশ্বাস,এমনটাই ইঙ্গিত দিয়েছেন তৃনমূলের জেলা সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584