রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
তৃণমূলের ডাকে ১৯’র ব্রিগেড সমাবেশে মুর্শিদাবাদ থেকে তিনলক্ষ মানুষের জমায়েত হবে বলে জানান জেলা সভাপতি সুব্রত সাহা।প্রতিটি ব্লক থেকে একহাজার মানুষ এই জমায়েতে যোগ দিতে কলকাতা যাবেন বলে তিনি উল্লেখ করেন।জমায়েতে মুর্শিদাবাদের উল্লেখযোগ্য অবদান রাখতে আজ তেরো জনের একটি মনিটারিং কমিটি ঘোষণা করেন তিনি।এই মনিটারিং কমিটির জয়েন্ট কনভেনার হিসাবে দায়িত্ব প্রাপ্ত প্রাপ্ত হন মোহাঃ আলি এবং সাগির হোসেন।
এছাড়াও কমিটিতে আছেন,দলের জেলা মুখপাত্র আশোক দাস,মন্ত্রী জাকির হোসেন,আখতারুজ্জামান,আবু তাহের,সৌমিক হোসেন,জেলা সভাধিপতি মোসারফ হোসেন,সুবোধ দাস,মইনুল হাসান,রঞ্জন ভট্টাচার্য,সুজাতা বন্দোপাধ্যায়,সপ্তঋষি সাহা।
জেলা মুখপাত্র হিসাবে অশোক দাসের পাশাপাশি সুবোধ দাসকেও দায়িত্ব দেওয়া হয়।এই সভা উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর মুর্শিদাবাদে আসছেন জেলা পর্যবেক্ষক পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584