নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সর্বস্তরের মানুষের মধ্যে আরও বেশি করে বিজ্ঞান চেতনার প্রসারের লক্ষ্য নিয়ে শুরু হলো বিজ্ঞান মঞ্চের জেলা সম্মেলন।
শনিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির দুদিনের দ্বাদশ ত্রিবার্ষিক সম্মেলন শুরু হলো জাহালদা হাইস্কুলে প্রয়াত শংকর চক্রবর্তী নগরে প্রয়াত অমল খাটুয়া মঞ্চে।সম্মেলন শুরুর আগে এদিন দুপুরে “সবার জন্য বিজ্ঞান” শীর্ষক একটি বর্ণাঢ্য পদযাত্রায় অংশ গ্রহণ করেন বিজ্ঞান কর্মীরা।
এই পদযাত্রা জাহালদা বাজার পরিক্রমা করে।বিকেলে অনুষ্ঠিত হয় বিজ্ঞান কর্মী সমাবেশ।সমাবেশে স্বাগত ভাষণ দেন সংগঠনের জেলা সম্পাদক দিলীপ চক্রবর্তী। বিজ্ঞান কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র, সংগঠনের দুই সহ সভাপতি শ্যামল চক্রবর্তী ও তপন মিশ্র। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলার কার্যকরী সভাপতি নন্দদুলাল ভট্টাচার্য্য। আগত সবাইকে ধন্যবাদ জানান জাহালদা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন মাইতি। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব অরুণাভ মিশ্র,অয়ন মুখার্জি, দুর্গাপদ দাস,মিলন গায়েন,সুজাতা মাইতি,কালীপদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর সংগঠন পতাকা উত্তোলন করেন সংগঠনের কার্যকরী সভাপতি নন্দদুলাল ভট্টাচার্য্য। উপস্থিত সকলে শহীদ বেদীতে মাল্যদান করেন। এরপর “বিজ্ঞান চেতনা ও আজকের ভারতবর্ষ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন অরুণাভ মিশ্র। সন্ধ্যায় শুরু হয় প্রতিনিধি অধিবেশন।শোক প্রস্তাব উত্থাপন করেন নন্দদুলাল ভট্টাচার্য্য। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক দিলীপ চক্রবর্তী। জেলার মোট ২৬ টি বিজ্ঞান কেন্দ্র থেকে নির্বাচিত ২৮৫ জন প্রতিনিধি সম্মেলনে যোগ নিয়েছেন। নন্দদুলাল ভট্টাচার্য্য, কৃত্তিবাস পতি, সুধাপদ বসু, কালীপদ প্রধানকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী সম্মেলনের কাজ পরিচালনা করেছেন।
এদিন বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি ও এদিন রাতে দূরবীনের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ কোচবিহারে মহিলা তৃণমূলের কংগ্রেসের কমিটির কর্মীসভার আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584