নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর হলে ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সম্মেলন হয়। রথযাত্রা ও রথযাত্রা কার্যক্রমে যুব মোর্চার দায়িত্ব সম্পর্কে রাজ্য ও জেলা নেতৃত্বরা ভাষণ দেন। মূলত রথযাত্রা সাফল্যের উদ্দেশ্যকে মাথায় রেখে এই যুব সম্মেলন।
উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক,বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাশ,যুব মোর্চার প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত ঠাকরে, রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু, রাজু ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য কোষাধ্যক্ষ অনিল সিং,জেলার সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, জেলা সম্পাদক অরূপ দাস, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দে,অরুণাভ ঘোষ সহ জেলা যুব মোর্চার জেলা কার্যকর্তাগন ও বিভিন্ন মন্ডল থেকে আগত যুব মোর্চার কার্যকর্তাগন।
এই দিন গত ২৬ শে আগস্ট বাংলা বনধ সফল করার জন্য যুব মোর্চার যুবকদের মিথ্যা কেসে জেলে ঢোকায় তৃণমূলের পদলেহনকারী পুলিশ প্রশাসন।সেই সমস্ত জেল খাটা যুবকদের সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুনঃ রায়গঞ্জে বইমেলায় কবি সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584