নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার বিকেলে শুরু হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার দুদিনের নবম ত্রিবার্ষিক জেলা সম্মেলন। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে এই সম্মেলন শুরুর আগে একটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। “অস্থির সময়,ধর্মীয় মেরুকরণের আবর্তে শিক্ষা” এই শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ্ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায়। সভায় স্বাগত ভাষণ দেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ।
সভায় সভাপতিত্ব করেন জেলা সংগঠনের সভাপতি ব্রজগোপাল পড়িয়া। উপস্থিত ছিলেন অভ্যর্থনা সমিতির সভাপতি প্রাক্তন অধ্যাপক সন্তোষ কুমার ঘোড়ই,অভ্যর্থনা সমিতির সহ-সভাপতি কীর্তি দে বক্সী,ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা প্রমুখ।আনন্দদেব মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে দেশে ও রাজ্যে শিক্ষার উপর যে আক্রমণ নেমে এসেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আরো বলেন শিক্ষায় যে ভাবে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে তা অত্যন্ত ভয়ঙ্কর। শিক্ষা সেমিনার শেষে সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী একটি দৃপ্ত মিছিল মেদিনীপুর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। মিছিলের শেষে সংগঠনের পতাকা ও শহীদ বেদীতে মাল্যদান অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন করেন সভাপতি ব্রজগোপাল পড়িয়া। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সহ সম্পাদক সুকুমার পাইন। তিনি বর্তমান সময়ে শিক্ষক আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে এবং শিক্ষার উপর আক্রমণ নিয়ে বিশদ আলোচনা করেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ।সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় তিনশো জন প্রতিনিধি যোগ দিয়েছেন।
আরও পড়ুনঃ শনি শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষ্যে কলস যাত্রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584