পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
প্রিয়রঞ্জন দাসমুন্সির নামে জেলার কৃতিদের প্রতিবছর আর্থিক পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম স্থান অধিকারীদের ১০ হাজার টাকা করে পুরষ্কার দেওয়ার কথা এদিন ঘোষণা করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে।
এদিন ছিল প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রথম প্রয়াণ দিবস। রায়গঞ্জের ইন্সটিটিউট প্রাঙ্গনে দাসমুন্সির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সকলে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্টরা। জননেতার স্মৃতির উদ্দেশ্যে এদিন রক্তদান শিবিরের আয়োজন করে কংগ্রেস। সেখানে শতাধিক দলীয় কর্মী সমর্থকেরা রক্তদান করেন।
এদিকে এদিনই রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে পুরপতি সন্দীপ বিশ্বাস প্রিয়রঞ্জন দাসমুন্সির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে নেতার ব্রোঞ্জের মূর্তি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, প্রতি বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রথম স্থান অধিকারীদের প্রিয়রঞ্জন দাসমুন্সি আর্থিক পুরষ্কার প্রদান করা হবে। তিনি আরও বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সি জননেতা ছিলেন। তিনি শুধু কংগ্রেসের না, সবার। ফলে রায়গঞ্জ পুরসভার এই উদ্যোগকে স্বাগত।
আরও পড়ুনঃ শিয়রে লোকসভা, ব্রিগেড ভরানোর প্রস্তুতি তৃণমূলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584