একাধিক দাবি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসককে ডেপুটেশন জেলা কংগ্রেস সংখ্যালঘু সেলের

0
72

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সাচার কমিটির সুপারিশ গুলি যথাযথ ভাবে মুর্শিদাবাদ জেলায় পালন করা, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নয়নের কাজে লাগানো সহ মোট ১২ দফা দাবি নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সংখ্যালঘু সেল।

adhir chowdhury | newsfront.co
বক্তব্য রাখছেন অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, কৃষক আইন নিয়ে পাঞ্জাব,হরিয়ানা, উত্তরপ্রদেশ,এই সমস্ত রাজ্যের কৃষকরা যখন আন্দোলন করছে, কেন্দ্রের বিজেপি সরকার তখন তাদেরকে খালিস্তানি ভারত বিরোধী বানানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের ডিআরএমকে স্মারকলিপি

তিনি বলেন, এক সময় যারা ছিল আমাদের অন্নদাতা, আজ তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে। কারণ তারা কৃষি আইনের বিরোধীতা করে আন্দোলন করছেন।এদিন রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিকেও কটাক্ষ করে বলেন, আমাদের কাজ চাই, শিল্প চাই, শিক্ষা চাই, বাড়ি চাই সেগুলো আপনি বাংলার মানুষকে দিতে পারবেন না।

আরও পড়ুনঃ অমিত শাহের সফরের আগেই খড়্গপুরে তৃণমূলে যোগ শতাধিক বিজেপির কর্মীর

আপনার দলের নেতারা তা দিতে দেবে না, কারণ এ রাজ্যে কাটমানি ছাড়া কোন কাজ হয়না। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ করেন সাংসদ অধীর চৌধুরী। তার অভিযোগ, রাজ্য সরকার একদিকে ইমাম ভাতা অন্যদিকে পুরোহিত ভাতা দিয়ে বাংলার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চাইছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here