দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে রাজ্যে নালিশ জেলা সিপিএমের

0
107

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

২০২১ সালে বিধানসভা নির্বাচন ধরে নিয়েই ঘর গোছাচ্ছে সব রাজনৈতিক দল। কিছুদিন আগেও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বেঁচে থাকার সময় আগামী বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট নিয়ে একপ্রস্ত আলোচনা হয়। সেই আলোচনা অনুযায়ী জেলায় জেলায় বাম – কংগ্রেসের জোট নিয়ে কর্মীদের কাছে বার্তা এসে পৌঁছেছিল। সেই বার্তা অনুযায়ী মালদহ জেলাতে ঘর গোছাতে শুরু করে বাম-কংগ্রেস।

man | newsfront.co
আবু হাসেম খান চৌধুরী, সাংসদ। নিজস্ব চিত্র

তারমধ্যে দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) দলীয় সভায় মন্তব্য করেন, এই জেলায় সিপিএমের তেমন কিছু নেই। সাংসদের এই মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাম শিবিরে। সিপিএমের জেলা সম্পাদক বলেন, ভিডিওটি রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে নালিশ জানানো হয়েছে। তবে সিপিএমের অপর এক প্রভাবশালী নেতা বলেন, সাংসদের এই মন্তব্য জোট প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মালদহ জেলার ১২টি আসনের একটিতেও জয়ী হতে পারেনি রাজ্যের শাসকদল তৃণমূল। তবে বিজেপির ঝুলিতে গিয়েছে একটি মাত্র আসন। তিনটি আসনে প্রার্থী দিয়ে সবকটিতেই জয়ী হয় বামেরা। কংগ্রেস জয়ী হয় আটটি আসনে।

তবে এই আটটি আসনের একটি মালতীপুর বিধানসভাকেন্দ্রে বাম-কংগ্রেস পৃথক পৃথক লড়াই করে। জয়ী হন কংগ্রেস প্রার্থী। পাশাপাশি গত লোকসভা নির্বাচনে মালদহের দুটি আসনের একটিতে জোট করে লড়াই হয়। অপরটিতে লড়াই হয় আলাদাভাবে। পৃথকভাবে লড়াই করা আসনে হার মানতে হয় বাম এবং কংগ্রেস প্রার্থীকে। উত্তর মালদহ আসনে জয়ী হন বিজেপি প্রার্থী। জোট করে লড়াই করা আসন দক্ষিণ মালদহে জয়ী হন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী (ডালু)। তবে ব্যবধান ছিল মাত্র ১০ হাজার। এখানে সিপিএমের এক নেতার দাবি, দক্ষিণ মালদহে জোট না হলে ওই আসনেও হারতে হত কংগ্রেসকে। আবু হাসেম খান চৌধুরী পরাজিত হতেন। এখন ডালুবাবু কীভাবে এই ধরনের মন্তব্য করছেন, বুঝতে পারছেন না সিপিএম নেতৃত্ব। জানা গিয়েছে, সোমবার বৈষ্ণবনগর বিধানসভাকেন্দ্রে দলীয় অফিসে একটি কর্মীসভা করেন ডালু বাবু।

আরও পড়ুনঃ সাপ্তাহিক লকডাউন সফল করতে পথে নামল পুলিশ আধিকারিকেরা

ওই সভাতে তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত প্রার্থী আজিজুল হককে প্রার্থী করার ব্যাপারে তাঁর সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি বলেন, “সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছে। কিন্তু মালদহে সিপিএমের তেমন কিছু নেই। আমরা কেন আসন ছাড়ব সিপিএমকে?” সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। যা হাতে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সিপিএম নেতারা। তাই রাজ্য নেতৃত্বকে ডালুবাবুর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here