শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দেশ,রাজ্য তথা বালুরঘাটের নাম উজ্জ্বল করল ওরা চারজন।ওরা মানে অঙ্কন চক্রবর্তী,ডেইজি চৌধুরী,সৌরজিতা কর ও বৈদেহী মন্ডল।ওরা প্রত্যেকেই বালুরঘাটের গ্রীন ভিউ ইংলিশ অ্যাকাডেমীর ছাত্র ছাত্রী।গত বছর নাসার সাথে কাজ করা শিক্ষামূলক সংস্থা GO FOR GURU এর প্রবন্ধ রচনায় জয়ী হয়ে ওরা নাসায় গিয়ে স্পেস রিসার্চ সম্পর্কে জানার সুযোগ পায়। ওদের সাথে গোটা ভারতের ৩ হাজার জন ও তাদের স্কুলের ৮ জন ছাত্র ছাত্রী সুযোগ পেলেও চুড়ান্ত বাছাই পর্বে ভারত থেকে ওরা ছাড়া আর মাত্র ৭০ জন সুযোগ পায়।সেখানে গিয়েও তারা নাসা স্পেস রিসার্চ সেন্টার ঘুরে দেখার পাশাপাশি আর একটি প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পায়,যেখানে বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে সাথে ভারতের ৭০ জন প্রতিনিধির মধ্যে মাত্র ২৫ জন এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পেয়েছে।
সেখানেই বাজিমাত করে বাংলার এই চার প্রতিনিধি অঙ্কন চক্রবর্তী প্রথম পাঁচের মধ্যে থাকার জন্য উচ্চ মাধ্যমিকের পর ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়ার সুযোগ ও বার্ষিক সাত হাজার ডলার স্কলারসিপ পায়।এছারাও বৈদেহী মন্ডল কল্পনা চাওলা অ্যাচিভার অ্যাওয়ার্ড এবং সৌরজিতা কর ও ডেইজি চৌধুরী স্পেস এক্সপ্লোরার অ্যাওয়ার্ড পেয়ে দেশ তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ বিদ্যালয়ে আকাশ পর্যবেক্ষণ সেমিনার
প্রসঙ্গত বলা যায় এই একই প্রতিযোগিতায় বালুরঘাট গ্রীন ভিউ ইংলিশ অ্যাকাডেমীর সাত জন ও অপর আর এক ইংরেজি মাধ্যমের স্কুল ডিএভি আত্রাই ইংলিশ মিডিয়াম স্কুলের ১২ জন ছাত্রছাত্রী মিলে বালুরঘাট থেকেই মোট ১৯ জন নাসায় যাওয়ার সুযোগ পেয়েছে।বালুরঘাটের মত প্রত্যন্ত শহরের এই ছাত্রছাত্রী দের কৃতিত্বে খুশি জেলার মানুষ।তাই এই ছাত্র ছাত্রীদের নিয়ে গর্বিত শহরবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584