নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বকে বিনা কারণে গ্রেফতারের প্রতিবাদে আজ বালুরঘাট থানার সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা ফরওয়ার্ড ব্লক। লকডাউন বিধি মেনে তারা আজ বালুরঘাট শহরের তাদের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে।
সেই মিছিল শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে বালুরঘাট থানার সামনে এসে তাদের দলের রাজ্য নেতৃত্বদের গ্রেফতার ও তাদের পুলিশি হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে।জেলা ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক সুব্রত দাস অভিযোগ জানিয়ে বলেন, গতকাল উত্তর চব্বিশ- পরগণার বিডিও অফিসের সামনে তাদের দলের একটি কর্মসুচি ছিল।
আরও পড়ুনঃ প্রদেশ সভাপতি অধীর, উল্লাস সমর্থকদের
সেই কর্মসুচি সেরে দলীয় অফিসে ফেরার সময় দেগঙ্গা থানার পুলিশ বিনা কারণে তাদের দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাসকে আচমকাই গ্রেফতার করে। বিনা কারণে তাদেরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের প্রতি পুলিশ অন্যায় আচরণও করে এমনই অভিযোগ আনেন তিনি ।
আরও পড়ুনঃ মাওবাদী দমনে ‘শার্ক’ বাহিনী গঠন ঝাড়গ্রাম জেলা পুলিশের
আজ এর প্রতিবাদেই ফরোয়ার্ড ব্লকের তরফ থেকে রাজ্য ব্যাপি ধিক্কার দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। সেইমত আজ তারা লকডাউনের বিধি মেনে মিছিল করে এসে বালুরঘাট থানার পুলিশের কাছে দলের তরফে এই প্রতিবাদের স্মারকলিপি প্রদান করেন ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584