নির্বাচন বিষয়ক জেলা স্তরের কুইজ প্রতিযোগিতা

0
94

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ভবিষ‍্যৎ ভোটারদের সচেতন করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন দফতরের উদ‍্যোগে ছাত্র ছাত্রীদের নির্বাচন বিষয়ক জেলা স্তরের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার। জেলা শাসকের দফতর ক‍্যাম্পাসে অবস্থিত মাল্টিপারপাস বিল্ডিং এর সভাঘরে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ও সি ইলেকশান দীপ ভাদুড়ী,ডি এন ও এমজিএনআরএ মনমোহন ভট্টাচার্য‍্য, সর্বশিক্ষা মিশনের ডিডিপিও তাপস মহান্তি প্রমুখ।যোগ দিয়েছিল বিভিন্ন ব্লক ও পৌর এলাকার বাছাই স্কুলগুলি।

চলছে প্রতিযোগিতা।নিজস্ব চিত্র

কুইজে প্রথম হয় শালবনী ব্লকের জয়পুর হাইস্কুলের সেক আজহারুল্লা ও অরিজিৎ মাহাত, দ্বিতীয় হয় গড়বেতা ৩ নং ব্লকের সারদাময়ী হাইস্কুলের ছাত্র প্রশান্ত ঘোষ ও আঁধার নয়ন হাইস্কুলের ছাত্রী পিউ ঘোষ, তৃতীয় হয় মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের ছাত্র সাহিল খাঁন ও ছাত্রী সোনাম খাতুন। সফল প্রতিযোগীদের আগামী ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে পুরস্কৃত করা হবে।কুইজে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ের পাশাপাশি,ভারতের সংসদীয় গণতন্ত্র ও ভারতের সংবিধান বিষয়ক নানা প্রশ্ন করা হয়।

আরও পড়ুনঃ সংস্কারের অভাবে ভেঙে পড়ছে পাম্প ঘর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here