বীরভূমে পালিত হল পুলিশ দিবস

0
76

পিয়ালী দাস, বীরভূমঃ

বীরভূমে সাড়ম্বরে পালিত হল পুলিশ দিবস। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

police day | newsfront.co
অনুষ্ঠান মঞ্চ। নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। মহিলা পুলিশ কর্মীদের জন্য বায়োটয়লেট ভ্যান উদ্বোধন করেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু।

আরও পড়ুনঃ ষাটের দোরগোড়ায় এসেও অনলাইন দৌড় প্রতিযোগিতায় সাফল্য মেচেদার দুর্গাপদ মাসান্তর

করোনা মহামারীকে জয় করে যেসব পুলিশকর্মীরা সুস্থ হয়ে ফিরে নিজেদের কাজে যোগদান করেছেন তাদের মধ্যে কুড়ি জন পুলিশ কর্মী প্লাজমা দান করেন। সাধারণ মানুষকে সুস্থ রাখতে অনুষ্ঠান শেষে একহাজার মাস্ক বিতরণ করা হয় বীরভূম জেলা পুলিশের তরফে।

বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বীরভূমের বিভিন্ন প্রান্তে অর্থনৈতিকভাবে দুর্বল অথচ উচ্চশিক্ষায় অত্যন্ত আগ্রহ এমন কিছু ছাত্র ছাত্রীদেরকে উচ্চশিক্ষার জন্য সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে বীরভূম জেলা পুলিশের সংশ্লিষ্ট থানা এলাকার ওসি অথবা আইসি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here