মাথাভাঙ্গায় ভেজাল দুধের কারবার রুখতে বাজারে হানা

0
75

মনিরুল হক, কোচবিহারঃ

district magistrate checking duplicate milk in market | newsfront.co
নিজস্ব চিত্র

বহুদিন থেকে মাথাভাঙ্গা বাজারে কিছু কিছু ব্যাক্তি ভেজাল দুধের কারবার করছে বলে খবর আসছিল। সেই কারবার রুখতে সোমবার বিকেলে মাথাভাঙা দুধের বাজারে হানা দেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব। মাথাভাঙা মহাকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক পারমিতা গগৈ, ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত বিশ্বাস।

district magistrate checking duplicate milk in market | newsfront.co

আরও পড়ুনঃ প্রস্তুতি বৈঠক ও বিরোধী মিছিল শাসক শিবিরের

এদিন মাথাভাঙ্গার দুধ বাজারে গিয়ে ব্যবসায়ীদের দুধ ল্যাবরেটরীতে পরীক্ষা করা হয়।পরীক্ষক ছিলেন মহাকুমা খাদ্য সুরক্ষার আধিকারিক পারমিতা গোগোই।এই অভিযানে এক ব্যবসায়ীর দুধে ভেজাল দেখতে পান পরীক্ষাকরা । তৎক্ষণাৎ ঐ ব্যক্তিকে আটক করে মহকুমা শাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়।

খাদ্য সুরক্ষা আধিকারিক পারমিতা গগৈ বলেন, ভেজাল দুধ রুখতে ধারাবাহিক কর্মসূচি চলবে। যদি কেউ এই অসাধু ব্যবসায়ার সঙ্গে যুক্ত থেকে ধরা পড়লে আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here