মনিরুল হক, কোচবিহারঃ
নজির গড়লেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব। মঙ্গলবার দুপুরে সরস্বতী পূজার আগের দিন স্বয়ং মহকুমা শাসক নিজে ঝাড়ু হাতে বেরিয়ে পড়লেন স্কুল পরিষ্কার করতে। ঘটনাস্থলে শতবর্ষ প্রাচীন মাথাভাঙা হাইস্কুল। এইদিন দুপুর বেলা হাই স্কুলের নোংরা আবর্জনা পরিষ্কার করতে নিজেই ঝাড়ু নিয়ে কাজে নেমে পড়লেন। সঙ্গে হাত লাগান মহকুমা শাসকের অফিস কর্মচারী, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক অশিক্ষক কর্মচারী বৃন্দ প্রমুখরা।
এদিন প্রায় এক ঘন্টা ধরে বিদ্যালয় চত্বরে থাকা নোংরা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তারা। মহকুমা শাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাথাভাঙ্গা সর্বস্তরে নাগরিকবৃন্দ। মাথাভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার জানান, দুপুর বেলা মহকুমা শাসক জিতিন যাদব আইএএস, বিদ্যালয়ে এসে সকলকে সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করলেন। মহকুমা শাসকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগকে সবাই মিলে ধরে রাখতে পারলে মাথাভাঙ্গা পরিচ্ছন্ন হবেই এ নিয়ে কারো দ্বিমত থাকতে পারে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584