নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমপান ঘূর্ণিঝড়ে ত্রাণ ও পুনর্গঠন নিয়ে পর্যালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরাসরি জেলাশাসকের সাথে কথা বলেন তিনি। মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর সাথে জেলাশাসকের ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার,রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ-সভাধিপতি অজিত মাইতি সহ অন্যান্য আধিকারিকরা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিতভাবে জেলা শাসকের সাথে আলোচনা করেন। ত্রান ও পুনর্গঠন নিয়ে তিনি কথা বলেন জেলা শাসকের সাথে।
আরও পড়ুনঃ দেশের নাম ‘ইন্ডিয়া’ পাল্টে ‘ভারত’ করার আবেদন শীর্ষ আদালতে, শুনানি ২রা জুন
যাদের ঘর ঘূর্ণিঝড়ে ক্ষতি হয়েছে তাদের তিনি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হবে বলেও জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসককে সেই নির্দেশ দিয়েছেন এবং ঘূর্ণিঝড়ের পর পরবর্তী কি কি কাজ করতে হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জেলা শাসক রেশমী কমলকে বিস্তারিত ভাবে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ তুলে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমী কমল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584