নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনাভাইরাসের আতঙ্কে টানা ছুটির জেরে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় পর্যটক সমাগম বাড়ছে ব্যাপকহারে। এরই মাঝে মঙ্গলবার হোটেল মালিকদের নিয়ে করোনাভাইরাস সম্পর্কিত বৈঠক করলেন মহকুমাশাসক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক পার্থ ঘোষ ও এসপি ইন্দিরা মুখার্জী সহ অন্যান্য আধিকারিকরা।
এই দিন আলোচনা শেষে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ বলেন আজ আমরা হোটেল মালিক ও কর্মচারী সংগঠন কে নিয়ে আলোচনা করলাম।
আরও পড়ুনঃ কলকাতাতেও করোনা, মিললো ইংল্যান্ড ফেরত যুবকের শরীরে
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে চলতে হবে এবং পর্যটকদেরও তা মানতে হবে। কোন পর্যটক এর মধ্যে সেরকম সিমটম দেখা গেলে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে আমরা ফোন নাম্বারও দিয়েছি । করোনার আতঙ্কে অনেক কম পর্যটক আসছে ,সমুদ্র স্নানের উপরে আমরা নজর রেখেছি।
দীঘাতে আগত এক পর্যটক রাম বিশ্বাস বলেন আমি একজন ব্যবসায়ী আর দোকানে চাপ কম আছে তাই দীঘাতে এসেছি। এখানে ভয়ের কিছু নেই। হোটেলগুলোতে হ্যান্ডওয়াশ থেকে আরম্ভ করে সাবান সবকিছুই দিচ্ছে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584