নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক কার্যালয়ে সাধারণ মানুষকে এই ভাইরাসের প্রতি সচেতন করার লক্ষ্যে একটি ট্যাবলো যাত্রার শুভ সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, জেলাশাসক পার্থ ঘোষ, পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি সহ অন্যান্য জেলা আধিকারিক বৃন্দ, এরপর একটি প্রেস বিবৃতির মধ্য দিয়ে জেলাশাসক পার্থ ঘোষ জানান বিভিন্ন কাজের জন্য আমাদের জেলার বহু মানুষ বিদেশ বা বাইরের রাজ্যে থাকেন তারা বাড়ি ফেরার ১৫ দিন যাতে বাড়ির মধ্যেই থাকেন কারণ এই ভাইরাসের প্রকপ লক্ষ্য করা যায় ১৫ দিন পর থেকে।
কারণ আগের থেকে বলা যাবে না তার শরীরে এই সংক্রমণ আছে কিনা,এই সময় বাইরে থেকে বাড়িতে ফেরার সময় অবশ্যই ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে জেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করেন, অন্যদিকে বাড়ির লোকের সেই সময় কি করা উচিত সেই সব বিষয়ে সমস্ত তথ্য দেবে আশা কর্মীরা।
আরও পড়ুনঃ দায়িত্বজ্ঞানহীনতার নজির করোনা আক্রান্ত দ্বিতীয় তরুণের
তবে এই বিষয়ে কোনো আতঙ্ক নেয়ার প্রয়োজন নেই। কারণ এখনো পর্যন্ত সেভাবে প্রকোপ আমাদের বেশি লক্ষ্য করা যায়নি তার আগে আমরা যদি নিজেরাই সচেতন থাকি তাহলে অবশ্যই এই প্রকোপ থেকে অনেকটাই রেহাই পাব। অন্যদিকে পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি বলেন ইতিমধ্যেই এই ভাইরাসের জেরে একাধিক জিনিসপত্রের দাম বেড়েছে তা নিয়ে আমরা একটা টিম তৈরি করেছি যারা এইসব বিষয়গুলির উপর লক্ষ্য রাখবে, অন্যদিকে বিভিন্ন গুজবের কারণে বাইরে থেকে আশা এলাকার কোন যুবক বাড়িতে থাকেন তাহলে পার্শ্ববর্তী বাসিন্দারা তাদের উপর যেন কোনো প্রভাব না পড়ে, আইন কখনো হাতে তুলে নেবেন না সব সময় আইনের পাশে থাকুন, নিজেকে সুস্থ রাখুন, অর্থাৎ এই নোভেল করোনাভাইরাস কে নিয়ে যে জেলা প্রশাসন সব সময় তৎপর তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584