শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলা ইতিমধ্যেই নির্মল ঘোষিত হয়েছে। এবার মিশন নির্মল বাংলার বার্তা জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল তথা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
আজ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতর বড়া অঞ্চলে মিশন নির্মল বাংলার প্রচার চালানো হয়।
আরও পড়ুনঃ জটেশ্বরে বৃক্ষরোপণ কর্মসূচি
আজ খোদ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মল জঙ্গল সাফ করতে হাত লাগান।এই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝা, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। জঙ্গল সাফ ছাড়াও আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে বড়া অঞ্চলে একটি র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, বিভিন্ন সরকারি কর্মী ও সাধারন মানুষ অংশ গ্রহন করেন।
মিশন নির্মল বাংলার বার্তা জেলার প্রত্যন্ত প্রান্তে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584