মনিরুল হক, কোচবিহারঃ
কমপ্লেক্সের ভিতরে অভিযান চালিয়ে একাধিক দোকান বন্ধ করে দিলেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। আজ সকালে কোচবিহার শহরের হরিশ পাল মোড় এলাকার বেশ কিছু কমপ্লেক্সের ভিতরে প্রচুর পুলিশ নিয়ে অভিযান চালান মহকুমা শাসক।

কেন্দ্রীয় সরকার লকডাউনে গ্রিন জোন ও অরেঞ্জ জোন এলাকায় বেশ কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করে। এরমধ্যে জরুরি পরিষেবার বাইরেও কিছু দোকানপাট রয়েছে।

তবে কমপ্লেক্সের ভিতরে কোন দোকানপাট খুলতে বারণ করা হয়েছে। তারপরেও কোচবিহার শহরে বিভিন্ন কমপ্লেক্সের ভিতরে দোকানপাট খোলা হচ্ছিল বলে অভিযোগ পান মহকুমা শাসক।
আরও পড়ুনঃ নতুন করে আক্রান্ত পার্কস্ট্রিট থানার অফিসার, প্রসূতি, ইতিহাসের অধ্যাপক-সহ ব্যাঙ্ক কর্তা
শুধু তাই নয়, দোকান গুলোতে ভিড়ও জমতে শুরু করে বলে অভিযোগ। আর সেই অভিযোগ পেয়েই এদিন প্রচুর পুলিশ নিয়ে গিয়ে কমপ্লেক্সের ভিতরে থাকা দোকানপাট বন্ধ করে দেন মহকুমা শাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584