মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সালটা ২০১২। ভাদু-টুসুর গল্প নিয়ে এসেছিল একটি বহুল প্রচলিত বাংলা চ্যানেল। জনপ্রিয় সেই ধারাবাহিকের দুটি চরিত্র ভাদু ও টুসুকে নিশ্চই সবার মনে আছে। টুসুর দিদি ভাদু। গ্রামের বাড়িতে দুই মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটাতেন কার্তিক দাস ও ঝুমুর দাস। তাদের জীবনের বাকি গল্পটা তো আপনারা দেখে ফেলেছেন কয়েক বছর আগেই। ধরুন আবার যদি ভাদু, টুসু ফিরে আসে? তাহলে কেমন হবে? নাহ্। টুসু না ফিরলেও সেই ভাদু কিন্তু ফিরে এসেছে মিউজিক ভিডিও ‘এত শুধু গল্প নয়’-এর হাত ধরে।
ওই জনপ্রিয় ধারাবাহিকে ভাদু-র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল মিষ্টি সিং-কে এবং টুসুর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীপর্ণা রায়। আর ভাদু, টুসুর মা ঝুমুর দাসের চরিত্রে ছিলেন শ্রীলা মজুমদার। এই ধারাবাহিকের গল্পটি ফেঁদেছিলেন স্নেহাশিস চক্রবর্তী। সংলাপও ছিল কাহিনীকারের সৃষ্টি। ২০১৪তে ধারাবাহিকটির সমাপ্তি হয়েছে। প্রায় দুবছর ধরে দর্শকের মনে একটা বড়ো অংশে বিরাজ করেছিল ধারাবাহিকটি। ধারাবাহিকের নস্ট্যালজিক সেই সব পর্বগুলো আজও প্রত্যেক দর্শকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে।
পৃথিবীর সময়টা ভালো যাচ্ছে না। একটা কঠিন অসুখে ভুগছে গোটা বিশ্ব। করোনা মোকাবিলায় ক্রমশ দীর্ঘমেয়াদী হচ্ছে লকডাউন। আর এই লকডাউনের জেরে বন্ধ রয়েছে শুটিংও। ঘরে বসে থাকতে একেবারেই ভালোলাগছে না অভিনেতা অভিনেত্রীদের। তবে শিল্পীরা কোনোভাবেই থেমে নেই। যে যার মতো করে বাড়ি বসেই শুটিং করে শর্টফিল্ম বানাচ্ছেন। ৬মে, বুধবার এরকমই একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে এল।
আরও পড়ুনঃ বিপদে মোরে রক্ষা করো
ভাদু ফিরে আসার খবর দিল মিউজিক ভিডিও ‘এত শুধু গল্প নয়’। স্নেহাশিস চক্রবর্তীর ভাবনায় তৈরি হয়েছে এই ভিডিওটি। এক্ষেত্রেও পরিচালনার দয়িত্বটা তিনি নিজেই নিয়েছেন। এখানে একজন গায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মিষ্টি সিংকে। এছাড়াও ভিডিওটিতে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার, সঞ্জয় বিশ্বাস এবং প্রতীক। লকডাউনে আবারও এরকম একটা সুযোগ দেওয়ার জন্য পরিচালক স্নেহাশিস চক্রবর্তীকে ধন্যবাদ জানান অভিনেত্রী মিষ্টি সিং। ভিডিওটি করার জন্য যে যার বাড়িতে বসেই শুট করেছেন। ‘এত শুধু গল্প নয়’ গানটি গেয়েছেন দীপান্বিতা চৌধুরী। এই গানটির ইংরেজী ভার্সন গেয়েছেন কথাকলি ব্যানার্জি। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন পরিচালক স্বয়ং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584