৮৭ তে আশা

0
61

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আট দশকে যাঁর কণ্ঠ, যাঁর ব্যক্তিত্বকে স্পর্শ করতে ভয় পায় জরা। ‘চোখে চোখে কথা বলো’, ‘ময়না বলো তুমি কৃষ্ণ রাধে’, ‘মাছের কাঁটা খোপার কাঁটা’, ‘বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে’, ‘আকাশের চাঁদ মাটির বুকেতে’, যাঁর কণ্ঠে এই সমস্ত কালজয়ী গান কখনো পুজোর প্যান্ডেলে আবার কখনো বিয়ের অ্যালবামে আজও শুনে থাকি আমরা।

Asha Bhosle | newsfront.co
আশা ভোঁসলে

তিনিই ‘এভারগ্রীন’ আশা ভোঁসলে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অনির্বাচিত শীতল ব্যক্তিত্ব পাশাপাশি রকস্টারের মতো সঙ্গীত পরিবেশনাতেও তিনি সিদ্ধহস্ত। আজও তার যৌবনের প্রফুল্লতা দেখে, সহজেই ভুলে যাওয়া যায় যে ভোঁসলে আজ ৮৭ বছর বয়সে পা রাখলেন। পারফরমেন্স কাকে বলে তা তিনি শাড়ি পরেও বুঝিয়ে দিয়েছেন। সেখানে লাগেনি কোনও ব্যাকগ্রাউন্ড ডান্সার, অযথা ব্যান্ড-সম কোরাস বা অতি আলোর মিউজিক্যাল ঝলকানি। কণ্ঠতেই তাঁর জাদু।

আট দশক ধরে হিন্দি ছবিতে প্লেব্যাক গাইছেন। তিনি ২০ টি বিভিন্ন ভাষায় ১১,০০০ এরও বেশি গান রেকর্ডিংয়ের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেছেন। একের পর এক রেকর্ড ভেঙে অবিশ্বাস্য কেরিয়ার গড়েছেন তিনি।

আরও পড়ুনঃ মা হলেন অঙ্কিতা

বলিউডে তাঁর রেকর্ডের কাছে এখনো কেউ পৌঁছতে পারেননি। তবুও, জীবনের বেশিরভাগ সময়ই তাঁকে দ্বিতীয় স্থানে মোকাবিলা করতে হয়েছিল, লতা মঙ্গেশকরের বটগাছের বিশাল ছায়ায় মধ্যেই থাকতে হয়েছে তাঁকে।

প্রথম দিকে লতা মঙ্গেশকরের বোন হিসেবেই পরিচিতি ছিল আশা ভোঁসলে। তিনি লতা মঙ্গেশকারের বহুজাতিক মহিমার বিপরীতে তাঁর অত্যন্ত স্বতন্ত্র শৈলীকে তুলে ধরেছিলেন। প্রথম কয়েক বছর কঠিন ছিল সংগ্রাম।

আরও পড়ুনঃ ওটিটিতে আসছে ‘কর্মা’

আশা ভোঁসলের কণ্ঠেই রবীন্দ্রসঙ্গীত শুনে কত নবীন প্রজন্ম হারমোনিয়াম টেনে গান শিখতে বসেছেন। আশা কিন্তু মারাঠি, বাঙালি নন। কিন্তু আশা বাঙালি বাড়ির বউ হয়েছিলেন। তবে তারও আগে থেকেই কলকাতাকে আপন করে নেন আশা। সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষের হাত ধরে বাংলা গানে আশার প্রবেশ।

‘মনের নাম মধুমতী’, ‘আমি খাতার পাতায়’, ‘জীবন গান’, ‘নাচ ময়ূরী নাচ রে’। বাঙালি না হলেও আশা রবীন্দ্রসঙ্গীতের গুরুগম্ভীর রাবীন্দ্রিকতা খুব সহজে আপন করে নিয়ে তাঁর কণ্ঠে ফুটিয়ে তুলেছেন। যে কারণে আশার কণ্ঠে আজও জনপ্রিয় ‘জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’, ‘বড় আশা করে এসেছি গো’, কিংবা ‘এসো শ্যামল সুন্দর’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here