স্কুল পরিদর্শনে জেলাশাসক

0
210

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ঘড়ির কাঁটা তখন সকাল সাড়ে এগারোটা। বুধবার ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনে স্কুলে আচমকা হাজির হলেন জেলাশাসক আয়েষা রানি এ।সেই সময় সবে স্কুলের প্রথম পিরিয়ড শেষ হয়েছে।বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা মাঠে ঘোরাফেরা ও খেলাধূলা করছিল।

ক্লাসের সময় বাচ্চাদের বাইরে দেখে বিরক্তি প্রকাশ করেন জেলাশাসক।তারপরই তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) লক্ষ্মীধর দাসকে ফোন করে স্কুলে তৎক্ষনাৎ ডেকে পাঠান। তারপরই স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন স্কুলে জেলাশাসক আয়েষা রানি এ হাজির হয়েছেন।

পড়ুয়াদের সঙ্গে বেঞ্চের শেষে জানালার ধারে জেলাশাসক।নিজস্ব চিত্র

হঠাৎ স্কুলে জেলাশাসক চলে আসায় স্কুলের শিক্ষকরা যেন থরহরি কম্প।স্কুলে ঢুকেই জেলাশাসক দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ক্লাসে চলে যান।সেই সময় ক্লাস নিয়ে বেরোচ্ছেন স্কুলের টিচার-ইনচার্জ নিরঞ্জন মান্না।তারপরই ওই ক্লাসে ক্লাস নেন জীববিদ্যার শিক্ষক প্রনয়কুমার পতি।জেলাশাসক সোজা একবারে বেঞ্চের শেষে পড়ুয়াদের কাছে গিয়ে বসে পড়েন।

ক্লাস কিছুক্ষণ চলার পর তিনি পড়ুয়াদের প্রশ্ন করেন।তারপর তিনি কলা বিভাগের রুমে যান। সেখানে ক্লাস নিচ্ছিলেন সংস্কৃতের শিক্ষক শুভজিৎ জানা।জেলাশাসক ওই শিক্ষকের কাছে জানতে চান, রোলকল হয়েছে কিনা।তারপরই জেলাশাসক বানিজ্য বিভাগের ক্লাসে যান।সেই সময় বানিজ্য বিভাগে ক্লাস নিচ্ছিলেন শিক্ষক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মিডডে মিল পরিদর্শনে হঠাৎ স্কুলে হাজির পুরপ্রধান, চেখে দেখলেন খাবারও

জেলাশাসক ওই ক্লাসে গিয়ে পড়ুয়াদের পাঠ্যসূচী থেকে প্রশ্ন করেন। পড়ুয়ারা কিন্তু জবাব দিতে পারে নি।সঞ্জীববাবু জেলাশাসককে জানান, এটা সিলেবাসের মধ্যে নেই।কিন্তু স্কুল সূত্রে খবর,বুধবার বানিজ্য বিভাগে মাত্র এক জন পড়ুয়া উপস্থিত ছিলেন।

জেলাশাসক স্কুলে আসায় স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের বানিজ্য বিভাগের ক্লাসে বসিয়ে দেয় বলে অভিযোগ।যা কিন্তু জেলাশাসক ঘুনাক্ষরেও টের পাননি।

তারপর স্কুলের ল্যাবরেটরির সামনে নোংরা দেখে বিরক্ত হন জেলাশাসক।এছাড়াও জেলাশাসক স্কুলের শিক্ষকদের বলেন,উচ্চমাধ্যমিকে স্কুল শিক্ষকদের টিউশনি পড়ানো নিয়ে অভিযোগ রয়েছে।

এটা ঠিক নয়।টিউশনি পড়ানো বন্ধ করুন।জেলাশাসক স্কুলের টিচার-ইনচার্জ নিরঞ্জন মান্নাকে বলেন, এত পড়ুয়া বাইরে কেন ঘোরাঘুরি করছে?স্কুলের কোন শৃঙ্খলা নেই।সুষ্ঠ নিয়মানুবর্তিতা চালু করুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here