পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজে লাগাতে উদ্যোগী জেলা প্রশাসন

0
29

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনা আবহে একশো দিনের কাজে পরিযায়ী শ্রমিকদের সবুজায়ন, ১০০ দিনের কাজে লাগানোর উদ্যোগ নিল জেলা প্রশাসন।

district magistratet | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন সাংবাদিক বৈঠক করে জানান, ‘মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েত ও ব্লকে ১০০ দিনের কাজে লাগানো হচ্ছে।

আরও পড়ুনঃ সিআইডির টালবাহানার পর চাবি ফেরত পেয়ে ঘরে ভারতী

পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজের গাইডলাইন পাঠানো হয়েছে। জেলাতে প্রায় ১০ হাজার পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজে যুক্ত করা হয়েছে।’ তিনি জানান, ‘যে সমস্ত শ্রমিক হোম করোনটাইনে আছে তাদের পরবর্তী ক্ষেত্রে একশো দিনের কাজে নিযুক্ত করা হবে। জেলাতে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার শ্রমিক আছে ।

জেলাজুড়ে ৫০০ কিমি রাস্তায় সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হবে। দশটি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা একশো দিনের কাজ করবেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here