নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
সুপার সাইক্লোন আমপানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। প্রসঙ্গত আমপান ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের আবাস, কুইকোটা এলাকার বেশ কয়েকটি কাঁচা বাড়ি। শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরের আবাসের সেই ক্ষতিগ্রস্ত এলাকা গুলিতে সরেজমিনে ঘুরে দেখেন জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশের আধিকারিকরা।
কথা বলেন দুর্যোগ কবলিত মানুষদের সঙ্গে। একই সাথে এদিন স্থানীয় মানুষদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন তারা। আশ্বাস দেন সরকারি ক্ষতিপূরনের।
আরও পড়ুন:আমপানে ক্ষতির ধাক্কা মালদহের আমে
পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, আমপান দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করছে জেলা পুলিশ। জোর দেওয়া হচ্ছে উদ্ধারকাজের ওপর। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। বিভিন্ন রাস্তা থেকেও গাছপালা সরিয়ে নেওয়া হয়েছে। তবে একই সাথে করোনা মোকাবিলার কথাও মাথায় রাখার উপদেশ দেন তিনি। সামাজিক দূরত্ব বিধি মানা থেকে শুরু করে মাস্ক ব্যবহার সবকিছুই নিয়ম মেনে করতে হবে বলে জানান পুলিশ সুপার দীনেশ কুমার । এছাড়াও মেদিনীপুর শহর পরিদর্শন শেষে দাঁতনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা জেলা পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584