গঙ্গারামপুরে আসছেন অভিষেক, সভাস্থল পরিদর্শনে জেলা পুলিশ সুপার

0
202

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে মরিয়া শাসক বিরোধী। তার উপর আবার চলেছে রাজনৈতিক দল বদলের পালা। আর এর মাঝেই দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে দক্ষিণ দিনাজপুর জেলা সফরে আসছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জী।

police officers | newsfront.co
পরিদর্শনে পুলিশ সুপার। নিজস্ব চিত্র

দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী ৭ জানুয়ারি গঙ্গারামপুরে জনসভা করবেন সাংসদ অভিষেক ব্যানার্জী। তার আগে জেলার কর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে জোড় কদমে।

administrations | newsfront.co
নিজস্ব চিত্র

তার পাশাপাশি সভাস্থল হিসেবে এদিন বিকেলে গঙ্গারামপুরের স্টেডিয়াম পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও জেলা তৃণমূল নেতা বিপ্লব মিত্র।

gangarampur stadium | newsfront.co
গঙ্গারামপুর স্টেডিয়াম। নিজস্ব চিত্র

এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুর প্রসাশক প্রশান্ত মিত্র,গঙ্গারামপুর থানার আইসি পূর্নেন্দু কুমার কুন্ডু সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুনঃ কাঁথি এলাকা একটাই পরিবার আর সেই পরিবারের কর্ণধার অধিকারী পরিবারঃ কনিষ্ক পন্ডা

পুলিশ আধিকারিক এবং তৃণমূল নেতারা স্টেডিয়াম ঘুরে দেখার পাশাপাশি কোথায় সভা মঞ্চ হবে সেটাও খতিয়ে দেখেন।

যদি হেলিপ্যাড হয় তাহলে কোথায় হবে, কোন পাশ দিয়ে দলীয় কর্মীরা সভা মঞ্চে প্রবেশ করেবেন এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের গাড়ি কোথায় পার্কিং হবে, সে সমস্ত বিষয়ে এক প্রস্থর আলোচনা সারেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here