নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
বিজেপি কর্মী সমর্থকদের বিজয় সংকল্প যাত্রার বাইক র্যালি আটকে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ।এদিন সকালে বিজেপি কর্মী সমর্থকরা প্রায় এক হাজার বাইক নিয়ে ঝাড়গ্রাম শহরে মিছিল বের করে।যুবমোর্চার মিছিলটি পাঁচ মাথার মোড়ে পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয় বলে অভিযোগ করেছেন যুব মোর্চার কর্মীরা।মিছিল আটকানোর পিছনে পুলিশের বক্তব্য,উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আইন শৃংখলার অবনতি হতে পারে।
সেই আশঙ্কাতেই বিজেপিকে বাইক মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।যদিও ঝাড়গ্রামে প্রশাসনের অনুমতি না নিয়ে রবিবার সকালে বিজেপি কর্মী সমর্থকরা একটি বাইক মিছিল বার করেন।অনুমতি না থাকার কারণে মিছিলটি পাঁচ মাথার মোড়ে আটকে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বাইকে মিছিলে বাধা,অবরোধ
মিছিলের প্রশাসনিক অনুমতি না থাকায় বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপথি পুলিশ প্রশাসনের বাধা পেয়ে মিছিল দলের ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে ফিরিয়ে নিয়ে যান।তিনি বলেন,আজ রাজ্যের সর্বত্র সুশৃংখলভাবেই বিজয় সংকল্প যাত্রা রেলি বেরিয়েছে।সেই মতো ঝাড়্গ্রাম শহরেও মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু পাঁচ মাথার মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584