নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
তিনমাসের বিদ্যুতের মাসুল মুকুব করতে হবে। মূলতঃ এই দাবি নিয়ে সামনে লণ্ঠন রেখে প্রতীকি অনশনে বসলেন উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
এদিন দুপুরে রায়গঞ্জে বিজেপির জেলা পার্টি অফিসে লন্ঠন সামনে রেখে এই প্রতীকি অনশন পালন করা হয়। দলের বেশ কয়েকজন নেতৃত্বকে নিয়ে এই প্রতীকি অনশন মঞ্চ থেকে বিদ্যুৎ বিল মুকুব সহ দাবিগুলি তুলে ধরেন বিশ্বজিৎবাবু।
আরও পড়ুনঃ ইন্দো – নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
জেলাশাসকের উদ্দেশ্যে লেখা একটি দাবিপত্র তুলে ধরে জেলা বিজেপি সভাপতি বলেন করোনার এই পরিস্থিতিতে জেলার সাধারন মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ।
সাধারন খেটে খাওয়া ও ব্যবসা করে খাওয়া যে মানুষ আছে, তাদের পক্ষে বিদ্যুৎ বিল মেটানো সম্ভব হবেনা। বিল না মেটালে বিদ্যুৎ দফতর সংযোগ বিচ্ছিন্ন করবে। তখন তো গরীব মানুষকে বাড়িতে লন্ঠনের আলো জ্বালতে কেরোসিন তেল কিনতে হবে। তাই এদিনের এমন বিক্ষোভ কর্মসূচি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584