সুদীপ পাল,বর্ধমানঃ
পশ্চিম বর্ধমানের পানাগড় বাজার কমিউনিটি হলে এদিন বিজেপির জেলা প্রশিক্ষণ বৈঠক অনুষ্ঠিত হল।সমীক ভট্টাচার্য্য,অঞ্জন মুখার্জি ছাড়া রাজ্য ও জেলা কমিটির সদস্যরা এবং বর্ধমান জেলার ৪১টি মন্ডলী থেকে তিনজন করে প্রতিনিধিরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।লোকসভা নির্বাচনকে যে বিজেপি পাখির চোখ করছে তা এদিন বোঝা যাচ্ছে নেতৃবৃন্দের বক্তব্য শুনে।

সমীকবাবু রণকৌশলের কথা বলেন সভায় উপস্থিত ব্যক্তবর্গদের।সূত্রের খবর, প্রতিনিধিদের জনসংযোগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিজেপি নেতারা।একইসাথে এন আর সি নিয়েও আলোচনা হয়। অভিযোগ,রাজ্যে এ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।তাই এই বিষয়েও সঠিক ধারনা দেওয়া হয়।যাতে জনসংযোগে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে বিড়ম্বনায় পড়তে না হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584