নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের জেলা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো শনিবার থেকে। জেলার ৫১ টি চক্রের তেরোশো ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতার শুরু হল মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ শিশির অধিকারী।
শনিবার বিকেলে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিধায়কগন ছাড়াও প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নারায়ন সাঁতরা ও বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তারা। উদ্বোধনের পর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অরবিন্দ স্টেডিয়াম মাঠে।
রবিবার সকাল থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গুলি অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে শিশির অধিকারি মঞ্চের বক্তব্যে বলেন- “শিক্ষক কুলের কাছে আমার বিনীত প্রার্থনা ছোট ছোট ছাত্র-ছাত্রীদের নিজের সন্তান স্নেহে মানুষ করবেন। এদের তৈরি করার দায়িত্ব আপনাদেরই। এই সমস্ত কচিকাঁচাদের ভবিষ্যৎ আপনাদের হাতেই। রাজ্য সরকারের উদ্যোগে খেলাধুলাকে প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে চারিত্রিক, মানসিক সংগঠনের যৌক্তিকতা ভেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584