নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ঝাড়খণ্ড থেকে ডাক বিভাগের বিশেষ প্রশিক্ষণ নিতে এসেছিলেন বিগ্নেশ কুমার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামড়োর একটি বাড়িতে ভাড়া ছিলেন তিনি । কিন্তু ডাক বিভাগের প্রশিক্ষণ করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে যায়। তার সাথে মহামারী ভাইরাসের জেরে দেশে লকডাউন । এই লক ডাউনের জেরে ডাক বিভাগ বন্ধ হয়ে যাওয়ার ফলে আর্থিক দিক থেকে অসহায় হয়ে পড়েছেন অনেকেই।
আরও পড়ুনঃ পূজোর অবশিষ্টাংশ চাঁদা এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
একই অবস্থা বিগ্নেশবাবুরও, হাতে ফুরিয়েছে টাকা পয়সা। ফলে বিপদ বুঝে জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জীকে ফোন করেন বিগ্নেশ বাবু। তিনি পুরো ঘটনা জেনে পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমলকে বিষয়টি দেখে ব্যবস্থা নিতে বলেন।সেই মত পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শাসমল গিয়ে ওই যুবকের সাথে কথা বলে চাল,ডাল, আলু,পিয়াজ,বিস্কিট,কেক,ও সাবান,সমস্থ কিছু দিয়ে আসেন।
চন্দ্রকান্ত বাবু বলেন, ওই যুবকের যা প্রয়োজন তা পটাশপুর থানা থেকে ব্যবস্থা করা হবে।
জেলা এসপি মেডামের নির্দেশ অনুযায়ী এটা আমাদের কর্তব্য। এ বিষয়ে ওসি চন্দ্রকান্ত বাবু বলেন, “এলাকায় আরও কিছু জন আছেন, সেই বিষয়ে এস ডি পি ও এবং সি আই সাহেব খোঁজ নিতেও বলেন”।
সব মিলিয়ে খুশি ও আপ্লুত হয়ে পুলিশ সুপার ম্যাডামকে ধন্যবাদ জানান বিগ্নেশ কুমার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584