পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যের তিনটি বিধানসভা উপনির্বাচনের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়।
কালিয়াগঞ্জের প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথ নাথ রায়ের অকাল মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন। কংগ্রেস দল প্রয়াত বিধায়কের মেয়ে ধীতশ্রী রায়কেই এই পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সিপিএম তথা বামফ্রন্ট কংগ্রেস-প্রার্থীকেই সমর্থন করছে। সোমবার রায়গঞ্জের কর্নজোড়ায় জেলাশাসকের দফতরে জেলা নির্বাচন আধিকারিকের কাছে মনোনয়নপত্র পেশ করলেন কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়ের সাথে ছিলেন সিপিএম জেলা নেতৃত্ব ভরতেন্দু চৌধুরী, কংগ্রেস নেত্রী নাসরিন বেগম-সহ জেলা নেতৃত্ব।
আরও পড়ুনঃ এলাকার উন্নয়নে একত্রিত রাজনৈতিক দলগুলি
মনোনয়নপত্র জমা দিয়ে বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায় বলেন, কালিয়াগঞ্জে উন্নত চিকিৎসা ব্যবস্থা, একটি মহিলা কলেজ স্থাপন, রাধিকাপুরে এক্সপোর্ট জোন তৈরি করে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার উন্নয়ন করাই তাঁর লক্ষ্য।
বাবা প্রয়াত বিধায়ক প্রমথ নাথ রায়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে চান তিনি। লোকসভা ভোটে বিজেপি এই কেন্দ্রে বেশি ভোট পেলেও মানুষের এখন বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে বলে জানালেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584