নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউন চলছে। তবে তা আলগা হয়েছে অনেক ক্ষেত্রে। সপ্তাহে দুদিন করে বরাদ্দ হয়েছে সম্পূর্ণ লকডাউন। এর মাঝেই চলছে শুটিং-সহ বাকি কাজকর্ম।
সম্প্রতি দুটি চ্যানেলের সব ধারাবাহিকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবশ্য। তবে, তা একেবারে অন্য কারণে। এতদিন বেশ জমিয়ে, এনার্জিতে চাবি ঘুরিয়ে চুটিয়ে শুটিং করছিলেন রানী মা অর্থাৎ দিতিপ্রিয়া রায়।
এবার একটি আউটডোর শুটও করে ফেললেন তিনি। লকডাউন ঢিলে হওয়ার পর এই প্রথম আউটডোর শুটিং করলেন দিতি। এক বিলাসবহুল হোটেলে হয়ে গেল তার প্রেস কনফারেন্স।
ফোটোশুটে ইন্দো- ওয়েস্টার্ন লুকে দেখা দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া। ধারাবাহিকের লুক থেকে একেবারে অন্য এক লুকে দর্শকের চোখ জুড়োলেন তিনি।
আগামীদিনেও এই ব্র্যাান্ডের সঙ্গে কাজ করার কথা চলছে তাঁর। এবং তাতে রাজিও দিতিপ্রিয়া রায়।দিতির ফোটোশুটের কাণ্ডারি থুড়ি ফোটোগ্রাফার সায়ন্তন।
আরও পড়ুনঃ বন্ধ হল দুই চ্যানেলের ধারাবাহিকের শুটিং
এদিন সেই স্বনামধন্য ব্র্যান্ডের কর্ণধার রক্তিম চ্যাটার্জি এবং প্রিয়া চ্যাটার্জিও হাজির ছিলেন সাংবাদিক সম্মেলনে। নিজেকে অন্য সাজে অন্য লুকে দেখে বেজায় আপ্লুত দিতিপ্রিয়া রায়।
এবার ফ্যাশন আইকন হিসেবে ধরা পড়তে চলেছেন তিনি। কিন্তু দিতির ফ্যাশন আইকন কে জানেন? মিলি ববি ব্রাউন। তাঁর সাজগোজই নাকি ফলো করেন দিতি, সাংবাদিকদের নিজেই জানালেন সেই কথা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584