নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টেলিজার্নি বহুদিন আগে শুরু হয়েছে দিতিপ্রিয়া রায়ের। ভাল রকমের পাড়ি জমিয়েছেন বড় পর্দাতেও। তবে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁকে মানুষ এখন সবথেকে বেশি চেনেন জানবাজারের রানী রাসমণি হিসেবেই। আমরা কেউই দেখিনি আসল রাসমণিকে। তাই আজ যখন ওঁকে নিয়ে কোনও কথা আলোচিত হয় তখন ওঠে দিতিপ্রিয়ার কথাই।
আর এবার সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় আসছে হিন্দি ছবি ‘বব বিশ্বাস’। সেখানেই অভিনয় করছেন দিতিপ্রিয়া। বব বিশ্বাসের মেয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন তিনি।
স্ক্রিন শেয়ার করছেন অভিষেক বচ্চনের সঙ্গে। সম্প্রতি কলকাতায় শুটিং করে গেলেন অভিষেক। দিতিপ্রিয়াও শট দিলেন তাঁর সঙ্গে। চরিত্রের প্রয়োজনে নিজের লুক বদলে ফেলেছেন দিতিপ্রিয়া। স্কার্ট-টপ, কালারিং হেয়ার নিয়ে সে একেবারে অন্য ইমেজে। দর্শক তাঁকে এই ইমেজে দেখতে অভ্যস্ত নয়।…
‘বব বিশ্বাস’ ছাড়াও ‘অভিযাত্রিক’-এ অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া। সুতরাং সিরিয়াল সহ বড় পর্দা দুদিক নিয়েই আজ সমান ব্যস্ত তিনি। ওদিকে উচ্চমাধ্যমিক নিয়েও লেখাপড়ার চাপ আছে চুড়ান্ত। একইভাবে জি বাংলার ‘সোনার সংসার’ নিয়েও ব্যস্ত আছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584