তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী ইসলামপুরকে আলাদা জেলা করবার দাবি করলেন শনিবার সরকারি অনুষ্ঠানের এক মঞ্চ থেকে। গত শনিবার ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয়া উৎসব ও মহরমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী বলেন পুলিশের কাজের সুবিধার জন্য আমাদের সরকার ইসলামপুরকে আলাদা জেলা ঘোষণা করে আলাদা পুলিশ সুপার নিয়োগ করেছে। তার দাবি শুধু পুলিশের কাজের জন্য আলাদা জেলাই যথেষ্ট নয়। সাধারণ মানুষের কাজের সুবিধার্থে ও অযথা হয়রানি রোধে উত্তর দিনাজপুরকে ভাগ করে ইসলামপুরকে আলাদা জেলা ঘোষণার দাবি জানান করিম।
বিধায়ক করিম চৌধুরী বলেন, এক যাত্রায় পৃথক ফল কেন? কালিম্পঙয়ের ছোট এলাকা নিয়ে যদি একটি জেলা গঠন করা হতে পারে তাহলে ইসলামপুরের মত বিশাল এলাকাকে নিয়ে আলাদা জেলা করা কেন হবে না? প্রাক্তন মন্ত্রী তথা ইসলামপুরের বর্তমান বিধায়ক করিম চৌধুরী বলেন ইসলামপুরের শেষ প্রান্ত সোনাপুর, দাসপাড়া থেকে রায়গঞ্জের দূরত্ব কম করেও ২০০কিমির উর্ধ্বে।
এই এলাকার মানুষজন কোন কাজে জেলা শহর রায়গঞ্জের কর্নজোড়ায় গিয়ে কাজ করে একই দিনে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে। তাই উত্তর দিনাজপুর জেলাকে পুনরায় দ্বিখন্ডিত করে ইসলামপুরের মানুষদের সমস্যার কথা ভেবে ইসলামপুরকে আলাদা জেলা করা হোক বলে জোরালো দাবি জানান।
আরও পড়ুনঃ পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের কনভেনশন ফালাকাটায়
ঐ মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী বিধায়ক করিম চৌধুরীর জেলা ভাগের দাবির সাথে সহমত পোষণ করে বলেন ইসলামপুরকে আলাদা জেলা করার দাবি অনেক দিন আগে থেকেই।তিনি বলেন অবিলম্বে মানুষের সবার্থে জেলা ভাগ অত্যন্ত জরুরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584