নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
এতদিন ওদের বুথকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হত। কোথাও কোথাও হুইল চেয়ার বা সহকারী থাকলেও বেশীরভাগ বুথকেন্দ্রে এই ব্যবস্থা থাকত না। ফলে প্রতিকূলতার মধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হত। বুথে গিয়ে সাহায্য নিতে হত অন্যের বা বাড়ির লোকের। কিন্তু ভোট দেওয়ার যে আনন্দ সেই আনন্দ আজ পূর্ণ হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে।
পোস্টাল ব্যালটের মাধ্যমে অক্ষম ব্যক্তিরা ভোট দিতে পারবে ২০২১ বিধানসভা নির্বাচনে, নিজেদের বাড়িতে বসে। এই সিদ্ধান্তে খুশির আনন্দে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে দিব্যাঙ্গ ব্যক্তিরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা বের করে ও নিজেদের মধ্যে মিষ্টি মুখ করে ড্রাম বাজিয়ে আনন্দে ফেটে পড়ে। দিব্যাঙ্গরা নিমতৌড়ী মোড় হয়ে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত পথ পরিক্রমা করে। নির্বাচন কমিশন কে ধন্যবাদ জানায় তারা।
আরও পড়ুনঃ দলগাঁও-এ আনন্দমেলায় সামিল এলাকাবাসী
প্রতিবন্ধীদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানান,”নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবন্ধীদের অসহায়তার সুযোগ নিত বিভিন্ন রাজনৈতিক দল গুলো। তাছাড়া ব্রেল টেনিং নাই যাদের, সেরিব্রাল, মানসিক প্রতিবন্ধী ও খুব অক্ষম ব্যক্তিরদের উঁচু টেবিলে উঠতে না পেরে আপনজন বা কারোর সাহায্য নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হত। নিজেদের অধিকার নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট প্রয়োগ করতে একটা বিরাট অন্তরায় ছিল দিব্যাঙ্গরা।
আমরা জাতীয় ভোটাধিকার দিবসে এই বিষয়ে জেলা শাসক এবং নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে ছিলাম প্রতিবন্ধীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতে বসে তারা যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে। তা হওয়ায় দিব্যাঙ্গ। ভোটাররা খুশি, তারা বাড়িতে বসে নির্ভয়ে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে অংশগ্রহণ করতে পারবে এর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” এখন শুধু সময়ের অপেক্ষা, নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584