সুদীপ পাল,বর্ধমানঃ
দু’বছরের কোর্স প্রায় শেষ হতে চলল অথচ এখনও পরীক্ষা হলো না প্রথম বর্ষের। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দু’বছরের ডিএলএড কোর্সের পড়ুয়ারা তাই রীতিমত আশঙ্কিত কবে শেষ হবে এই প্রশিক্ষণ এবং এই কোর্স নিয়ে কিভাবে তারা জীবনে কাজে লাগাবে? ২০১৭সালে রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজে ডিএলএড প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হওয়া কয়েক হাজার প্রশিক্ষণরতদের প্রথম বছরের পরীক্ষা কবে হবে এবিষয়ে অন্ধকারে কলেজ কর্তৃপক্ষরাও।নির্দিষ্ট করে কেউই বলতে পারছেন না কবে পরীক্ষা হবে প্রথম বর্ষের! কর্তৃপক্ষীয়রা বলছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেই পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়।
এখনও পরীক্ষার বিষয়ে পর্ষদ থেকে কিছু জানানো হয়নি।আগামী জুন মাসে ২০১৭-’১৯শিক্ষাবর্ষের প্রশিক্ষণরতদের প্রশিক্ষণ নেওয়ার সময়সীমা শেষ হবে। কিন্তু এখনো পরীক্ষা না হওয়াতে সমস্যা হয়েছে একাধিক।যেমন ডেপুটেড শিক্ষকদের প্রশিক্ষণ কলেজ থেকে পুনরায় নিজের স্কুলে যোগ দেওয়ার কথা অথচ পরীক্ষা না হওয়াতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় আহত, শেষ পরীক্ষা হাসপাতালের বিছানায়
নতুন শিক্ষার্থী শিক্ষকরাও পড়েছেন বিপাকে।প্রথম বর্ষের কোর্সের কারিকুলাম সেটি অনেকদিন আগেই তাঁরা পড়েছেন এখন কলেজগুলিতে প্র্যাকটিস টিচিং চলছে।দীর্ঘদিন হয়ে যাওয়ায় তাঁরাও হতাশ বোধ করছেন। দুই বর্ধমানে ৪০টি কলেজ রয়েছে। পরীক্ষা না হওয়ায় হতাশ বোধ করছেন সমস্ত কলেজের পড়ুয়ারা।
অভিযোগ উঠছে,কোর্সের সময়সীমা দু বছর হলেও প্রশিক্ষণ নিয়ে রেজাল্ট বা শংসাপত্র পেতে লেগে যাচ্ছে প্রায় চার বছর। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পড়ুয়া থেকে কলেজ কর্তৃপক্ষ সবাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584