নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত ব্যক্তি করোনা সংক্রমিত নয়। তাঁর লালারস সংগ্রহ করে গতকালই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেই রিপোর্ট পেয়েছে জেলা প্রশাসন।
উত্তরবঙ্গ হাসপাতাল থেকে পাঠানো সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা । তবে জেলা শাসক জানান, ইটাহারের ওই ব্যক্তি ১১ ই এপ্রিল রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুনঃ বাজারে কালোবাজারি রুখতে বেনাচিতিতে শিবির খুলল বণিকসভা
তবে তার শরীরে বেশ কিছু উপসর্গ থাকায় তাঁকে ১৪ তারিখে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করে চিকিৎসকরা। যদিও গত রাতে তাঁর মৃত্যু হয় । এর পাশাপাশি জেলাশাসক আরও জানিয়েছেন, ওই ব্যক্তির লালারস সংগ্রহ করে, অনুমানের ভিত্তিতে পরীক্ষার জন্য পাঠিয়েছিল চিকিৎসকরা। আর তাতেই এই রিপোর্ট আসে। করোনা সংক্রান্ত ব্যাপারে ভুল তথ্য দিয়ে, অযথা আতংক না ছড়ানোর জন্য জেলাবাসীর কাছে আবেদন করেন তিনি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584