তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
শনিবার উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ব্লকের বোঁচাডাঙা গ্রাম পঞ্চায়েতের তরঙ্গপুর হাই স্কুলে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা গ্রামসংযোগের লক্ষ্যে জেলাপ্রশাসনে এক অভিনব উদ্যোগ নিলেন।জেলার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি হাজির হলেন।এই উদ্যোগের ফলে কালিয়াগঞ্জ ব্লকের বোঁচাডাঙা গ্রাম পঞ্চায়েতের সমস্ত বেনিফিসিয়ারীরা হাজির হয়ে তারা নিজের হাতে তাদের প্রাপ্য বুঝে পেলেন।আজকের এই অনুষ্ঠানে জেলার সমস্ত দপ্তরের আধিকারিকরা বিভিন্ন প্রকল্পের আর্থিক সাহায্য দিলেন বিভিন্ন দপ্তরের মাধ্যমে। মৎস দপ্তরের মাধ্যমে মাছ চাষের দ্রব্য সামগ্রী,কৃষিকাজের জলসেচের মেশিন,বন দপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের গাছের চারা,স্বর্নজয়ন্তীর মহিলারা আর্থিক সাহায্য পায়।
জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানান যে, জন সংযোগে জেলা প্রশাসন সম্ভবত এই রাজ্যেই নয় সামগ্র ভারতবর্ষে এই উদ্যোগ প্রথম।তিনি বলেন এর ফলে গ্রামের মানুষরা যেমন হয়রানির হাত থেকে রক্ষা পাবে,তেমনি আমাদের আধিকারিকদের সাথে সাধারণ মানুষের সংযোগ রক্ষা করা যাবে।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন আজকের এই অনুষ্ঠানে যেমন প্রচুর মানুষদের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে চিকিৎসা করার সাথে সাথে ওষুধ দেওয়া হয়েছে তেমনি প্রচুর পরিমানে পশুদের ও চিকিৎসা করা হয়েছে বলে জানান।এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবিদের মধ্যে উপস্থিত ছিলেন অসীম ঘোষ, জেলা পরিষদ সদস্য দধি মোহন দেবশর্মা,গ্রাম পঞ্চায়েত প্রধান,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জের বি ডি ও মহ জাকরিয়া।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অশোক মোদক,মহকুমা শাসক থেন্দুপ নামগেল শেরপা,এন আর ই জি এস প্রকল্পের আধিকারিক শুভ্র জিৎ গুপ্ত সহ বিভিন্ন দপ্তরের অধিকারিকগন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584