পিয়ালী দাস, বীরভূমঃ
রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের বদলে রোগীর তদারকি করার সময় জেলাশাসকের হাতে ধরা পড়ল দুই বহিরাগত। গতকাল সন্ধ্যায় বিনা নোটিশে হঠাৎই রামপুরহাট হাসপাতাল পরিদর্শনে আসেন বীরভূম জেলাশাসক মৌমিতা গোধলা। মহিলা বিভাগের ভিতর চিকিৎসকের বদলে রোগীর তদারকি করতে দেখা যায় দু’জন বহিরাগতকে। মৌমিতাদেবী ওই দু’জনকে হাতেনাতে পাকড়াও করেন এবং রামপুরহাট থানার পুলিশের হাতে তুলে দেন। ঠিক সেই সময় মহিলা ওর্য়াডে দু’জন পুরুষ রোগীদের রীতিমতো তদারকি করছিল। এই দু’জন ছাড়াও হাসপাতালের ভিতর থেকে একজন মদ্যপ ব্যক্তিকেও ধরা হয়। তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই তিন ব্যক্তিকে আটক করা হয়েছে নাকি গ্রেপ্তার, তা স্পষ্টভাবে জানা যায়নি।
রামপুরহাট মহকুমা হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য নতুন কিছু নয়। বহুবার অভিযোগ দায়ের করা হয়েছে। ব্লাডব্যাঙ্ক থেকে অ্যাম্বুলেন্স পযর্ন্ত প্রতিটি জায়গায় দালালরা অতি সক্রিয় বলে অভিযোগ।
রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শর্মিলা মৌলিক জানান, “জেলাশাসক পরিদর্শনে এসেছিলেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই।”
বীরভূম জেলাশাসক মৌমিতা গোধলা জানান, এবার থেকে তিনি ১৫ দিন অন্তর এরকম পরিদর্শনে যাবেন। শুধু রামপুরহাট হাসপাতাল নয়, জেলার প্রতিটি সরকারি হাসপাতালে তিনি নিজে যাবেন।
আরও পড়ুনঃ ভাড়াটে গুন্ডা দিয়ে দাদাকে খুন করালো সৎ ভাই
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584