মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনার করাল ছায়ায় ঢাকা পরেছে গোটা বিশ্ব। ভারতেও বেশ জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় লকডাউনের সমসয়সীমা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের ঘরে ফেরাতে ইতিমধ্যেই ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্যসরকার।

তবে এখনও এ রাজ্যের বহু বাসিন্দা আটকে রয়েছেন বিভিন্ন রাজ্যে। বাড়ি ফিরতে চায় তাঁরা। সেই কারণে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ফোন আসছে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে। মুম্বইয়ের ধারাভি থেকে শুরু করে পুণে, রাজস্থান, গুজরাট সব জায়গা থেকেই আটকে পড়া শ্রমিকরা অবিরাম ফোন করে চলেছেন জেলাশাসক বিজয় ভারতীর মোবাইলে।
আরও পড়ুনঃ জেলাপ্রশাসনের সাথে ভিডিও কনফারেন্স বৈঠক পঞ্চায়েতমন্ত্রীর
মধ্যরাতে জেলাশাসকের কাছে জানতে চাওয়া হচ্ছে, কবে ফিরতে পারবো? কবে ট্রেন পাঠাবে রাজ্য সরকার? করোনা ও লকডাউন পরিস্থিতি মোকাবিলায় এমনিতেই জেলা প্রশাসনের ব্যস্ততা তুঙ্গে। তার ওপর আবার ভিন রাজ্যে আটকে থাকা বাসিন্দাদের ফোনে একেবারে নাজেহাল অবস্থা জেলাশাসকের।
রাজ্যে আটকে পড়া শ্রমিকরা এতো বেশি ফোন করছেন যে কাজ সামলানোই দায় হয়ে উঠছে। মিনিটে দুটো, তিনটে পর্যন্ত ফোন আসছে। জেলাশাসক জানালেন, অন্যান্য সব ফোন তো আছেই, দিনে বাইরের রাজ্যে আটকে পড়া শ্রমিকদের কাছ থেকেই চার পাঁচশো ফোন আসছে। কেউ কেউ কটূ কথাও বলছেন। সব শুনেও মাথা ঠান্ডা রেখে উত্তর দিতে হচ্ছে। এত ফোন আসায় স্থিরভাবে কোনো মিটিংয়ে মনোযোগও দিতে পারছেন না পূর্ব বর্ধমানের জেলাশাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584