কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
ভালো কাজের জন্য জেলার তিনজন অঙ্গনওয়াড়ী কর্মীকে পুরস্কৃত করলেন জেলাশাসক।মঙ্গলবার জামবনী ব্লকের চারিচাকা শিশু আলয়ের উদ্বোধন করেন জেলাশাসক আয়েষা রানি এ।এই অনুষ্ঠানে
জেলায় ভালো কাজের জন্য বিনপুর-১ ব্লকের নয়াগ্রামের বাসিন্দা রেনু খাতুন,জামবনী ব্লকের পূর্নিমা মুর্মু, নয়াগ্রাম ব্লকের তাপসী মাইতি এই তিনজনকে পুরস্কৃত করা হয়।তাঁদের হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক।
এদিন জামবনী চারিচাকা শিশু আলয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জেলাশাসক।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস,জামবনী বিডিও সৈকত দে প্রমুখ।জেলাশাসক বলেন, জেলার মধ্যে ভালো কাজের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়েছে।এদিন ঝাড়গ্রাম জেলায় ৫১০টি শিশু আলয় উদ্বোধন হয়েছে। বেলপাহাড়িতে গোয়ালবেড়াতে শিশু আলয়ের উদ্বোধন করেন বিনপুরের বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম ও বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে প্রতীতির সাহিত্য আসর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584