তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
দাড়িভিটকাণ্ডে এই প্রথম নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।বৃহস্পতিবার ইসলামপুরের সার্কিট হাউসে দাড়িভিটের ঘটনায় নিহত ছাত্রদের পরিবারের সাথে দীর্ঘক্ষন রুদ্ধদ্বার বৈঠক করেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং ইসলামপুরের মহকুমা শাসক মনীষ মিশ্র।
বৈঠকের আগে থেকেই ইসলামপুর সার্কিটহাউসের মুখ্য গেট বন্ধ করে দেওয়া হয়।এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও এদিন সার্কিটহাউজে প্রবেশ নিষেধ করা হয়েছিল।বৈঠক শেষে দাড়িভিটকাণ্ডে নিহত তাপস বর্মনের পিতা বাদল বর্মণ বলেন, ‘জেলাশাসক আমাদের আজকের ডেকেছিলেন মহকুমা শাসকের কাছে আমরা যে সমস্ত দাবি রেখেছিলাম সেই দাবি গুলি নিয়েই জেলা শাসকের সাথে আলোচনা হয়েছে এ ছাড়া আর কিছুই নয় জেলাশাসক বললেন তাদের সাধ্যমতো তারা সেই দাবিগুলি পূরণের বিষয়ে চেষ্টা করবেন।‘ অন্যদিকে উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন, ‘নিহতদের পরিবারের সাথে তাদের দেওয়া দাবিগুলি নিয়ে আলোচনা করা হয়েছে।
আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেই দাবিগুলি পূরণের জন্য চেষ্টা করবো।‘প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়া প্রস্তাবের প্রসঙ্গে জেলাশাসক বলেন, “নিহতদের পরিবার যদি এরকম কোন প্রস্তাব রাখেন তাহলে আমরা সেটা চেষ্টা করে দেখতে পারি তবে আমাদের তরফ থেকে এরকম কোনো প্রস্তাব তাদের কাছে পাঠানো হয়নি।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584