নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দিল্লি থেকে ফিরেই একসপ্তাহের সফরে গতকাল উত্তরবঙ্গ পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং রাজভবনের পথে তাঁকে একাধিকবার কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। মাটিগাড়াতেও কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেন শাসক দলের কর্মীরা, এমনটাই অভিযোগ উঠেছে। এছাড়া তার সাথে দেখা করতে আসেননি দার্জিলিঙের পুলিশ সুপার এবং জেলাশাসক।
এরপর রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে যোগাযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানান, দার্জিলিঙের পুলিশ সুপার এবং জেলাশাসক প্রোটোকল লঙ্ঘন করেছেন। সেজন্য তাদের জবাব তলবও করেন তিনি। এরপর একগুচ্ছ টুইট করেন রাজ্যপাল। টুইটারে তিনি লেখেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে সফরের সময় ধারাবাহিক ভাবে জেলাশাসক এবং পুলিশ সুপাররা প্রোটোকল ভঙ্গ করে আসছেন। আইএএস এবং আইপিএসের মতো সরকারি কর্তাদের রুলবুক মেনে চলা উচিত। প্রোটোকল মেনে চলাই প্রশাসনের গুরুত্বপূর্ণ কাঠামো। যা সঠিকভাবে মেনে চলা হচ্ছে না।’
DMs & SPs-members @IASassociation @IPS_Association have consistently breached protocol on my visits in State.
Called upon CS @MamataOfficial to direct Darjeeling DM and SP, who faulted, to see me today, which they did.
Sought their response by tomorrow on protocol violation. pic.twitter.com/pj945IHyzE
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 21, 2021
তিনি বলেন, প্রোটোকল মেনে চলার মাধ্যমে মর্যাদা প্রদান করা হয়। যা প্রত্যেক সরকারি আধিকারিকের কর্তব্য।আর এই প্রোটোকল লঙ্ঘনের জন্য মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তোলেন ধনখড়। তিনি অভিযোগ করেন, এভাবে প্রোটোকল ভঙ্গ হলে আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হবে, যার প্রভাব পড়বে গণতন্ত্রের উপর। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্যপাল বলেন, ‘স্বাধীনতার পর এমন হিংসার দৃশ্য এর আগে দেখেনি দেশ। রাজ্যের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অথচ রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এ ব্যাপারে ভেবে দেখা উচিত সরকারের।’
আরও পড়ুনঃ পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Such serious aberrations bordering on delinquency, if overlooked, would lead to lawlessness that democracy can ill afford.
Pained to reflect that ‘steel frame’ is rusting due to its over politicization @MamataOfficial. High time @IASassociation @IPS_Association ponder this.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 21, 2021
রাজ্যপাল আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যধিক রাজনীতিকরণের জন্য সেই ইস্পাত কাঠামোয় মরচে ধরেছে, যা খুবই দুঃখজনক। এই বিষয়টি বিবেচনা করা উচিত আইএএস এবং আইপিএস অ্যাসোসিয়েশনের।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584