নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বর্ষার মরশুমে গঙ্গা ফুলহার নদীর জল বাড়তেই মালদার মানিকচক ও রতুয়া ব্লকের বিস্তৃণ এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন।
বৃহস্পতিবার মানিকচকের ভুতনি চর ভাঙন এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য সহ এক প্রতিনিধি দল। এছাড়াও এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল,পুলিশ সুপার অলক রাজোরিয়া, মালদা সেচ দপ্তরের নির্বাহী বাস্তকার প্রণবকুমার সামন্ত ,মানিকচক ব্লক বিডিও সুরজিত পন্ডিত, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, ভুতনি থানার ওসি অবিষেক তালুদার সহ সেচ দপ্তরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ নামছে জল,দুই নদী থেকে তোলা হল ‘লাল সতর্কতা’
পরিদর্শন শেষে ভাঙন এলাকায় ভাঙন এলাকায় তড়িঘড়ি ভাঙন রোধের কাজ কথা জানান গৌর বাবু। তিনি আরও বলেন গঙ্গানদী ধারে বাঁধে ওপারে যে সমস্ত পরিবার থাকছে তাদের সুরক্ষিত এলাকায় আনার ব্যবস্থা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584